বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে ময়নায় পদযাত্রা ও প্রাক্তন সৈনিকদের সম্বর্ধনা।

 বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে ময়নায় পদযাত্রা ও প্রাক্তন সৈনিকদের সম্বর্ধনা।


আজ ১৪ ই জুন বিশ্ব রক্তদাতা দিবস। এই দিনটি সর্বত্র ঘটা করে পালন করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশে সারা বিশ্বের বিভিন্ন দেশে রক্তদাতাদের সম্মান জানাতে এবং ABO গ্রুপের ও RH ফ্যাক্টর এর আবিষ্কর্তা নোবেল জয়ী কার্ল ল্যান্ডস্টিনার  এর জন্মদিন পালন করা হচ্ছে। পূর্ব মেদিনীপুরের ময়না ব্লকেও তার ব্যাতিক্রম নেই। ময়না সমাজ কল্যাণ সংঘ বহুদিন ধরে রক্তদানের যোদ্ধা হিসেবে কাজ করে আসছে। আজ বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে ময়না সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে একটি পদযাত্রার সঙ্গে সঙ্গে এলাকার প্রাক্তন ভারতীয় সৈনিকদের সম্বর্ধনা কর্মসূচি গ্রহণ করেন। এছাড়া বিশ্ব রক্তদাতা দিবস সম্পর্কে আলোচনা সভার আয়োজন করা হয়। সহযোগিতায় ময়না কলেজ এন এস এস ইউনিট। 

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ময়না পূর্ণানন্দ বিদ্যাপীঠ সংলগ্ন অডিটোরিয়াম হলে। এই পদযাত্রা ময়না পূর্ণানন্দ বিদ্যাপীঠ সংলগ্ন অডিটরিয়াম হল থেকে শুরু হয়ে ময়না বাইপাস হয়ে পুনরায় অডিটোরিয়াম হল এলাকায় ফিরে আসে। ময়নার বিভিন্ন সমাজসেবী সংগঠন , সামাজিক,  সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে প্রায় তিন শতাধিক বিশিষ্ট মানুষজনদের নিয়ে এই পদযাত্রা সংঘটিত হয়। এছাড়া এই পদযাত্রায় পা মেলান গড় ময়না ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বি এম ও এইচ দেবরাজ দাস , পাঁশকুড়া সুপার স্পেশালিটি হসপিটাল এর ডাক্তার অশোক কুমার মাইতি, ময়না কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার পান্ডা, ময়না রাজ পরিবারের সদস্য সিদ্ধার্থ বাহুবলিন্দ্র , বৃক্ষ বন্ধু দিলীপ কুমার পাত্র সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গগণ। 

 বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা ২০০৪ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত থিম ও পোস্টার দ্বারা  প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন এবং সংঘের পতাকা উত্তোলন ছাড়াও কার্ল ল্যান্ডস্টিনার এর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। পদযাত্রা শেষে এলাকার বেশ কিছু প্রাক্তন ভারতীয় সৈনিকদের সম্বর্ধনা জানানো হয় ময়না সমাজ কল্যাণ সংঘের পক্ষ থেকে। এছাড়া আগামীকাল এই উপলক্ষে প্রায় 100 জন রক্তদাতা নিয়ে স্বেচ্ছায় রক্তদানের  এবং বসে আঁকো কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানা গিয়েছে। ময়না সমাজ কল্যাণ সংঘের সম্পাদক লক্ষণ কুমার মাইতি জানান আজ বিশ্ব রক্তদাতা  দিবস উপলক্ষে অনুষ্ঠানের পাশাপাশি আগামীকাল স্বেচ্ছায় রক্তদান শিবিরে সবাইকে আহবান জানানো হচ্ছে রক্তদানের জন্য। রক্তদানের সঙ্গে ময়নায় যেসব সংগঠন যুক্ত থাকে তাদের প্রত্যেকেই এদিন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। লক্ষণ বাবু তার বক্তব্যে আরও জানান আমাদের রক্তদান আন্দোলনকে এমন ভাবে এগিয়ে নিয়ে যেতে হবে যাতে একটিও মুমূর্ষু মানুষ  রক্তের অভাবে না প্রাণ হারায়।



Post a Comment

0 Comments