ময়না থানার উদ্যোগে জনগণের প্রতি আবেদন মূলক মাইকিং প্রচার

 ময়না থানার উদ্যোগে জনগণের প্রতি আবেদন মূলক মাইকিং প্রচার


পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে এবং ময়না থানার তৎপরতায় মাইকিং প্রচার হল ময়না ব্যাপী। মাইকিং প্রচার করে এমনই বলা হয় এলাকার সর্বস্তরের মানুষের কাছে ময়না পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।  এলাকার গ্রামীন রাস্তার ভিতর কিংবা ঢালাই রাস্তায় কোনো ভাবে কোনো মালগাড়ি  প্রবেশ করতে দেবেন না। তাহলে আপনাদের এলাকার রাস্তা ভগ্নপ্রায় হতে পারে। তাই রাস্তার সুরক্ষার কথা মাথায় রেখে প্রশাসনকে রাস্তা সুরক্ষা রাখতে সহযোগিতা করুন। এছাড়া রাস্তার ধারে কোন রূপ ইমারতী দ্রব্য মজুত রাখবেন না, যদি কোন ইমারতী  দ্রব্য মজুত থাকে তাহলে প্রশাসনের পক্ষ থেকে সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে। ময়না থানার পক্ষ থেকে এরুপ মাইকিং প্রচার করা হল ময়না ব্যাপী। এখন দেখার ময়নার জনসাধারণ কতটা মান্যতা দেয় এই মাইকিং প্রচারের।


Post a Comment

0 Comments