রথযাত্রা উৎসব, কর্মী সম্মেলন ও একুশে জুলাই এর প্রস্তুতি সভা ময়নার গোকুলনগরে

 রথযাত্রা উৎসব, কর্মী সম্মেলন ও একুশে জুলাই এর প্রস্তুতি সভা ময়নার গোকুলনগরে


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অঞ্চলে অঞ্চলে রথযাত্রার কর্মসূচি গ্রহণের জন্য ময়নার গোকুলনগর অঞ্চলে গোকুলনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রথযাত্রার আয়োজন করা হয়। সেই রথের দড়িতে হাত মেলালেন তৃণমূলের একাধিক নেতৃত্ববৃন্দ। রথযাত্রা উপলক্ষে ময়না গোকুলনগর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে এলাকাবাসীকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানানো হয়। সেই সঙ্গে একুশে জুলাই এর প্রস্তুতি সভা এবং আঞ্চলিক তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়ে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় । এই একাধিক যৌথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ  অভয়া দাস, ময়না পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ তথা ময়না ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সন্দীব্রত দাস, জেলা পরিষদের সদস্য তথা ময়নার তৃণমূল নেতা অভিজিৎ আদক, ময়না পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি রঞ্জিত বল, গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান পাপিয়া পাইক, গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সন্দীপ হাটই , গোকুলনগর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি , অঞ্চল সহ-সভাপতি সহ প্রত্যেক বুথের সভাপতি সহ তৃণমূল কংগ্রেসের একাধিক কর্মীগণ। এদিনের এই মঞ্চ থেকে এলাকার বেশ কয়েকটি রথ কমিটিকে সম্বর্ধনা দেওয়া হল। যারা প্রবীণ তৃণমূল কর্মী , বয়সের ভারে ভারাক্রান্ত , গোকুলনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এরকম বেশ কয়েকজনকে আমন্ত্রণ করে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হয়। ২০২৬ এর নির্বাচনকে লক্ষ্য রেখে গোকুলনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই কর্মী সম্মেলন বলে জানা গিয়েছে।

Post a Comment

0 Comments