পশ্চিম ময়না সার্বজনীন দুর্গোৎসবের এ বছরের থিম পরিশ্রমে স্বপ্ন পূরণ।
রথযাত্রার পূর্ণ লগ্নে পশ্চিম ময়না সার্বজনীন দুর্গোৎসব কমিটির খুঁটিপূজার মধ্য দিয়ে 78 তম বর্ষের দুর্গোৎসবের শুভ সূচনা হল। ময়না ব্লকের দুর্গোৎসব বললেই সবদিক দিয়ে প্রথম সারিতে নাম উঠে আসে পশ্চিম ময়না সার্বজনীন দুর্গোৎসব। এখানে যেমন থাকে মন্ডপের আকর্ষণ ,তেমনি প্রতিমা অন্যদিকে রয়েছে মেলা। এবছরের মন্ডপের থিম পরিশ্রমে স্বপ্ন পূরণ । অর্থাৎ পরিশ্রম করলে যে স্বপ্ন পূরণ করা যায় অর্থাৎ কুটির শিল্পীরা তাদের হাতের কাজে বিভিন্ন ধরনের বাঁশকে কাজে লাগিয়ে কিভাবে একটি মন্ডপ উপহার দিতে পারে, তা এই মন্ডপে এলে দেখতে পাওয়া যাবে। আজ রথ যাত্রার পূর্ণ লগ্নে খুঁটি পূজার মধ্য দিয়ে এ বছরের পূজোর শুভ সূচনা হল। এ বছরের পূজোয় যেমন রয়েছে মন্ডক সজ্জা তেমনি রয়েছে খড়ের তৈরি প্রতিমা। জানা গিয়েছে এবছর টোটাল বাজেট প্রায় ৩৬ লক্ষ টাকা। মন্ডপ শয্যায় ব্যয় হচ্ছে প্রায় ১৫ লক্ষ টাকা এবং প্রতিমায় প্রায় দু লক্ষ টাকা । মণ্ডপ ও প্রতিমা ছাড়াও মেলা, আলো ,সামাজিক কর্মসূচি , রক্তদান ,নরনারায়ণ সেবা এবং কুমারী পূজাও আয়োজন করা হয়েছে অন্যান্য বছরের মতন। এই প্রসঙ্গে পুজো কমিটির পদাধিকারী ব্যক্তিগণ কি বললেন শোনাবো আপনাদের।
0 Comments