বিশ্ব পরিবেশ দিবসে তমলুকে ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির পদযাত্রা

পরিবেশ রক্ষার দাবি নিয়ে তমলুক শহরে পদযাত্রায় সামিল হলেন ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির সদস্যরা। বিশ্ব উষ্ণায়ন, অকাল বৃষ্টি, খরা বন্যা রোধে গাছ লাগানো, প্লাস্টিকের নিয়ন্ত্রিত ব্যবহার, সরকার এবং শিল্প গোষ্ঠীকে বাধ্য করা পরিবেশ রক্ষায় কার্বন-ডাই-অক্সাইড নির্গমন কমানোর জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ সহ পরিবেশ রক্ষার নানান দাবি নিয়ে তমলুকের হাসপাতাল মোড় থেকে মানিকতলা পর্যন্ত পদযাত্রায় সামিল হলেন ছাত্র-ছাত্রী শিক্ষক পরিবেশপ্রেমী মানুষজন। শুরুতে তমলুক হাসপাতাল মোড়ে সভায় বক্তব্য রাখেন সোসাইটির জেলা কার্যকরী সভাপতি শিক্ষক গুরুপ্রসাদ জানা মহাশয় এবং তমলুক সায়েন্স সোসাইটির কার্যকরী সভাপতি সুব্রত গিরি মহাশয়। শেষে মানিকতলায় বক্তব্য রাখেন সংগঠনের জেলা সহ সম্পাদক সিদ্ধার্থ শংকর রায়।
প্রসঙ্গত সোসাইটির রাজ্য কমিটির পক্ষ থেকে ৫ থেকে ১২ জুন পরিবেশ রক্ষায় পরিবেশ সপ্তাহ পালনের আহ্বান জানিয়েছে সেই আহ্বানকে সামনে রেখে সপ্তাহব্যাপী জেলার বিভিন্ন প্রান্তে নানান ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে। আজ কাঁথিতেও একটি সভার আয়োজন করা হয়েছে। জুনপুটে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র তৈরির যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তার বিরোধিতা করা হয়েছে সেই পদযাত্রা থেকে। কাঁথির পদযাত্রায় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক সুমন্ত শী।
0 Comments