ডেবরায় তৃণমূলের ২১ শে জুলাই এর প্রস্তুতি সভায় সুব্রত বক্সি।

২১ শে জুলাই কলকাতার ধর্মতলায় শহীদ সমাবেশের ডাক দিয়েছে যুব তৃণমূল কংগ্রেস। প্রধান বক্তা হিসেবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তৃণমূল কংগ্রেসের কর্মীদের উদ্দেশ্যে আগামীর দিক নির্দেশিকা দেবেন। বছর ঘুরলেই 2026 এর বিধানসভা নির্বাচন। তাই এবারের এই ২১ জুলাইয়ের তাৎপর্য একটু আলাদা তৃনমূল কংগ্রেসের কাছে। শহীদ সমাবেশকে সফল করার জন্য জেলায় জেলায় চলছে তারই প্রস্তুতি সভা।
পশ্চিম মেদিনীপুর জেলার, ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে ডেবরা অডিটোরিয়াম হলে গতকালের প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। এদিন মেদিনীপুরে সভা করে ডেবরায় এসে পৌঁছান তিনি। ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি অজিত মাইতি কে পাশে নিয়ে ২১ শে জুলাই এর ইতিহাস তুলে ধরার পাশাপাশি, শহীদ স্মরণে কলকাতা চলো আহ্বান জানায় তৃনমূল কর্মীদের। তিনি বলেন, "২১ মানে প্রতিটি তৃণমূল কর্মীর আবেগ ও উদ্দীপনা"।
এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার, মন্ত্রী শিউলি সাহা, শ্রীকান্ত মাহাতো, মানস রঞ্জন ভূঁইয়া সহ একাধিক বিধায়ক ও বিভিন্ন স্তরের তৃণমূল নেতৃত্ব। জেলা সভাপতি অজিত মাইতি জানান, "প্রতিটি ব্লক সহ স্টেশান চত্বরে দু'ই দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ২১ শে জুলাইয়ের প্রচারের সাথে সাথে কর্মীদের সুশৃঙ্খলভাবে নেত্রীর ডাকে কলকাতা পৌঁছানোর জন্য যা যা করণীয় তা আমরা করব, অতীতের সব রেকর্ড়কে ভাঙবে এবারের ঘাটাল সাংগঠনিক জেলার উপস্থিতি"।
0 Comments