তমলুকের শ্রীরামপুরে সাতসকালে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।

 তমলুকের শ্রীরামপুরে সাতসকালে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।


পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার শ্রীরামপুরে রাস্তার ধারে দোতালা বাড়ি থেকে  এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
 জানা গিয়েছে,ওই মৃত ব্যক্তির বাড়ি তমলুক থানার বহিচবেড়িয়া গ্রামে আর শ্বশুরবাড়ি তমলুক থানার বাবলপুর গ্রামে।
   জানা গিয়েছে,ওই ব্যক্তিটি বিবাহিত,ও দীর্ঘ প্রায় এক মাস শ্রীরামপুর এলাকায় একটি দোতলা বাড়িতে ভাড়া থাকতেন।পেশায় একজন মাছের গাড়ির চালক ছিলেন, কিন্তু হঠাৎ এই ধরনের আকস্মিক আত্মহত্যার ঘটনায় রহস্য দানা বাঁধতে শুরু করেছে ওই এলাকার মানুষজন দের মধ্যে।
   মৃত ব্যক্তির নাম সৌমেন প্রামানিক ওরফে হাবু ।
   রাজকুমার মন্ডল নামে ভাড়া বাড়ির মালিক জানান, আমার বাড়ির পাশেই আমার‌ই আর এক বাড়িতে ওই মৃত ব্যক্তি‌ ভাড়ায় থাকতেন , সকালে স্থানীয় একজন বাড়ি পরিস্কার করতে এসে এই দৃশ্য দেখে খবর দেন ,ও তারপর বিষয়টি জানাজানি হয়।
 প্রসঙ্গত বাড়ির মালিক জানান,ওই ব্যক্তি রাতে সেইভাবে এখানে থাকতেন না ,দিনে খাওয়া দাওয়া করে বাড়ি থেকে বেরিয়ে যায় ,রাতে ফেরে না ,তাই গত রাতে কখন বাড়িতে ফিরে এই ধরনের কাজ করেছে ,তা কেউ টের পায়নি। 
  খবর পেয়ে ঘটনাস্থলে আসেন তমলুক থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, এলাকায় এক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে তমলুক থানার পুলিশ।

Post a Comment

0 Comments