২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের সময় ময়না ব্লকের গোজিনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কলাগেছিয়া ২১০ নম্বর বুথে খালের পাশে অনেকটা রাস্তা বসে যায়। কয়েক বছর ধরে এলাকাবাসীসহ অঞ্চলবাসী ভোগান্তির শিকার হয়। পঞ্চায়েত ভোটের পরে লোকসভা নির্বাচনের প্রাক্কালে এই রাস্তাকে কেন্দ্র করে তৃণমূল এবং বিজেপি নেতাদের মধ্যে রাজনৈতিক ব্যক্তিগত আক্রমণ শুরু হয়। কিন্তু রাস্তার উন্নয়ন হয়নি। অবশেষে বিজেপি নেতা চন্দন মন্ডল এর উদ্যোগে গোজিনার প্রধান খুকু রানী মন্ডলের অনুরোধে তমলুক লোকসভার সাংসদ অভিজিৎ গাঙ্গুলীর আর্থিক সহযোগিতায় আজকে ঢালাই রাস্তার কাজ শুরু হয়। খালের ধারে রাস্তার জন্য রড দিয়ে ঢালাই রাস্তার কাজ হয়। তবে এলাকাবাসীর দাবি খালের ধারে রাস্তা তাই খালের পাড় মেরামত করে রাস্তা করলে ভালো হতো। উল্লেখ্য এই বুথে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের প্রার্থী জয়লাভ করে
0 Comments