দুই সোনার সন্তান, আজ মায়ের গর্ব, বিশ্বের গর্ব ।
একজন মা, যার দুই সন্তান দেশের গর্ব, প্রজ্ঞানন্দ এবং বৈশালী রমেশবাবু। প্রজ্ঞানন্দ ইতিমধ্যেই দেশের দ্বিতীয় কনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার হিসেবে বিশ্বকে চমকে দিয়েছেন। তার দাবার দক্ষতা এবং কৌশল গোটা বিশ্বের বিস্ময়। অন্যদিকে, মেয়ে বৈশালীও গ্র্যান্ডমাস্টার হওয়ার পথে এগিয়ে গিয়ে নিজের পরিচিতি তৈরি করেছেন। দুই ভাইবোনই ভারতের জন্য ২০২৪ দাবা অলিম্পিয়াডে সোনা জিতে দেশের গর্বকে আরও উজ্জ্বল করে তুলেছে।
এই অসাধারণ কৃতিত্ব শুধু দুই ভাইবোনের নয়, তাদের মায়েরও, যিনি এত গুণী সন্তানদের গড়ে তুলেছেন। তাঁদের মা-ই দুই সন্তানের জীবনের মূল অনুপ্রেরণা। ভারতের দাবার ইতিহাসে এই দুই নাম এখন স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
প্রজ্ঞানন্দ এবং বৈশালীর সাফল্য প্রতিটি ভারতীয়ের হৃদয়কে গর্বে ভরিয়ে দিয়েছে। তাদের নিরলস প্রচেষ্টা ও কঠোর পরিশ্রমের ফলস্বরূপ তারা বিশ্বমঞ্চে ভারতকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন।
0 Comments