রাস্তা সমস্যার সমাধানে ঘটনাস্থলে উপস্থিত ময়নার বিধায়ক অশোক দিন্ডা।
ময়না ব্লকের ময়না ২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পূর্ব দোবান্দী পাটনায় কংসাবতী নদীর ধারে রাস্তা সমস্যার সমাধানে উদ্যোগী হলেন ময়নার বিধায়ক অশোক দিন্ডা। এই এলাকায় নদীর ধারে নদীর ক্ষয় কার্যের ফলে যাতায়াতের রাস্তা প্রায় নেই বললেই চলে। সমস্ত যাতায়াতের রাস্তা প্রায় নদীগর্ভে। ফলে এলাকাবাসীর যাতায়াতের জন্য ভীষণ অসুবিধা হচ্ছিল। এই পরিস্থিতিতে এলাকার মানুষজন ব্যক্তিগত পাড়ার ভিতর দিয়ে যাতায়াত করছিল । যা নিয়ে তুই পাড়ার মধ্যে বিবাদের সৃষ্টি হয়।
আজ ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন ময়নার বিধায়ক অশোক দিন্ডা। তিনি জানান এই এলাকার কথা ডি এম এর তত্ত্বাবধানে আছে এবং আমি বিধানসভাতেও জানিয়েছি। এখানে অবস্থিত প্রাইমারি স্কুলটি নদীর তলায় চলে যেতে পারে। যদি না আমরা ঠিক মত পদক্ষেপ নেই। এখানে চলার বাঁধ বলে কোন বাঁধ নেই। পুরো কংসাবতী নদীর তলায় চলে গিয়েছে। ফলে ব্যক্তিগত রাস্তা দিয়ে যাওয়া নিয়ে দুই পাড়ার মধ্যে চলে বিভিন্ন পদক্ষেপ।
তিনি জানান আপাতত সমাধান করে দিয়েছি। দুই পাড়াকে অনুরোধ করলাম প্রত্যেক পরিবারকে একজন করে দিতে হবে, বিডিও থেকে বস্তা সংগ্রহ করে নেব, লেবারের খরচা অশোক বাবু নিজে দেবেন, এবং খাওয়া খরচা এলাকার মানুষদেরকে সংগ্রহ করার কথা বলেন। এইভাবে ওই রাস্তাটির দ্রুত মেরামত করা হবে বলে আশ্বাস দিলেন ময়নার বিধায়ক অশোক দিন্ডা।
0 Comments