@@ দয়ার সাগর @@
দিলীপ কুমার পাত্র
দীন দুঃখির করুণার সাগর
অকাতরে করলে দান
মাতৃভক্তির নিদর্শনেও
নির্ভীক ছিল প্রাণ।
বর্ণ পরিচয়ের প্রথম পাতায়
ভাসে তোমার মুখ
বীর সিংহের সিংহ শিশু
গর্বে ভরে বুক।
বালিকা বিদ্যালয় নারী শিক্ষায়
রাখলে অবদান
বিদ্যাসাগর রাখলে তুমি
বঙ্গ তনয়ের মান ।
সীতার বনবাস, ভ্রান্তিবিলাস
লিখলে বোধোদয়
শ্রদ্ধা স্মরণে তোমার চরণে
মাথা নত হয়।
মাইকেল থেকে রামকৃষ্ণ
গেলো তোমার দ্বারে
এই বঙ্গের ঘরে ঘরে
আসবে বারে বারে।
কেমন সাগর তুমি ছিলে
পেলাম না তো তল
তোমার শেষ জীবন দেখে
নয়নে ঝরে জল।
বিধবা বিবাহের জন্য তুমি
থাকবে চিরদিনই
তোমার কাছে দেশবাসী
ভীষণভাবেই ঋণী।
সমাজ সংস্কারে তোমার নাম
সবার মুখে মুখে
এসো তুমি আবার ফিরে
বাংলা মায়ের বুকে।
বাংলা গদ্যের জনক হে
দয়ার সাগর মশায়
তাইতো আজও সবাই তোমায়
হৃদয়াসনে বসায়।
---------------
0 Comments