টানা কয়েক দিন বৃষ্টিতে থমকে মন্ডপ তৈরির কাজ, সমস্যায় মন্ডপ শিল্পীরা।

 টানা কয়েক দিন বৃষ্টিতে থমকে মন্ডপ তৈরির কাজ, সমস্যায় মন্ডপ শিল্পীরা। 


গত কয়কদিন নিম্নচাপের জেরে চরম বিপাকে পড়েছেন মণ্ডপ শিল্পীরা। অধিকাংশ মণ্ডপের কাঠামো বাঁধার কাজ শেষ হলেও বৃষ্টির জেরে মন্ডপ তৈরি  কাজ থমকে রয়েছে। বাঙালির শ্রেষ্ঠ দুর্গোৎসবের ঢাকে কাঠি পড়ে গিয়েছে।

 

হাতে আর খুব বেশি সময় নেই তাই চিন্তায় পড়েছে শিল্পীরা। শহর থেকে গ্রাম বড় বড় থিমের পুজো মণ্ডপে বাঁশ বাঁধার কাজ শেষ হয়েছে। কিন্তু আকাশের মুখ চেয়ে কাপড় বাঁধতে পারছেন না মণ্ডপ শিল্পীরা


পূর্ব মেদিনীপুর জেলার মন্ডপ শিল্পী উৎপল প্রধান  বলেন এই অবস্থায় মন্ডপের কাজ করার সমস্যা তৈরি হচ্ছে  মণ্ডপের কাজ চার-পাঁচদিন পিছিয়ে যাচ্ছে। শেষ মুহূর্তে রাতদিন কাজ করে শেষ করতে হবে।


Post a Comment

0 Comments