তমলুক চেস এসোসিয়েশনের উদ্যোগে চেস্ টুর্নামেন্ট

 তমলুক চেস এসোসিয়েশনের উদ্যোগে চেস্ টুর্নামেন্ট




তমলুক চেস এসোসিয়েশনের এর উদ্যোগে তমলুকে  চেস টুর্নামেন্ট অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন তমলুক পৌরসভার পৌর পিতা  দীপেন্দ্র নারায়ন রায়, ময়না রাজ পরিবারের সদস্য ডঃ সিদ্ধার্থ বাহুবলিন্দ্র সহ বিশিষ্ট অতিথিবর্গ। জানা গেছে এই টুর্নামেন্টে ১১৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা দেখার জন্য সমাজের বিভিন্ন স্তরের মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।







Post a Comment

0 Comments