নিখিল বঙ্গ শিক্ষক সমিতির উদ্যোগে ময়নার দক্ষিণ আনুখা বিদ্যালয় এ আয়োজিত হল রক্তদান শিবির
রক্তদান জীবন দান।এই মহৎ কর্মসূচি কে সফল করতে মহতী রক্তদান কর্মসূচি আয়োজিত হল পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার দক্ষিণ আনুখা বিদ্যাভবন এ।
মূলত আজ নিখিল বঙ্গ শিক্ষক সমিতির উদ্যোগে ও ময়না আঞ্চলিক শাখার উদ্যোগে শিক্ষা আন্দোলন এর নেতৃত্ব শ্রদ্ধেয় পুলক বেরার স্মরণে এই রক্তদান কর্মসূচি আয়োজিত হল। মূলত আজ কাঁথি মহকুমা ব্লাড ব্যাংক এর সহযোগিতায় এই রক্তদান কর্মসূচি এর আয়োজন করা হয় ময়নার দক্ষিণ আনুখা বিদ্যভবন এ।
উল্লেখ্য এবছর ২৩ তম বর্ষে পদার্পণ করল এই রক্তদান কর্মসূচি। মূলত এই অঞ্চলের নানা বিদ্যালয় এ প্রতিবছর এই উদ্যোগ গ্ৰহণ করা হয় নিখিল বঙ্গ শিক্ষক সমিতির উদ্যোগে।
মূলত আজ এই শিবির এ বহু মানুষ রক্তদান করেন।তবে আজ শুধু রক্তদান নয়, মূলত এই রক্তদান হওয়ার পর ব্লাড ব্যাংক থেকে যে রক্ত নিয়ে নানা দুর্নীতি ছবি উঠে আসে বা পরবর্তী সময়ে রক্ত আনতে গিয়ে মানুষকে যে ভোগান্তিতে পড়তে হয়,সেই নিয়ে ও একটি প্রতিবাদ এর ডাক দেওয়া হয় এই শিবির থেকে।
দক্ষিণ আনুখা বিদ্যভবন এর প্রধান শিক্ষক জানিয়েছেন,আমরা আপ্লুত ও আনন্দিত।এত নামি দামি বিদ্যালয় থাকতে এই শিবির এর জন্য যে আমাদের বিদ্যালয় কে গ্ৰহণ করা হয়েছে,আমরা তাতে খুশি ,আমরা বিদ্যালয় এর পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি ও সহযোগিতা করার আশ্বাস গ্ৰহণ করেছি।এই ধরনের উদ্যোগ যাতে পরবর্তী সময়ে ও আমাদের বিদ্যালয় এ গ্ৰহণ করা হয়,আমরা সেই বিষয়ে দাবি রাখছি।
0 Comments