পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশনে বইয়ের মেলা।

 পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশনে বইয়ের মেলা।



ময়নার গর্ব পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন। শিক্ষা ও সংস্কৃতিতে  অনন্য এই শিক্ষা প্রতিষ্ঠান। পুজোর প্রাক্কালে  ময়নার এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে বইমেলা অনুষ্ঠিত হল। গল্প, বিজ্ঞান সহ বিভিন্ন বিষয়ের বইয়ের সমাহার দেখে কেনার জন্য ছাত্র-ছাত্রীদের ভিড় ছিল যথেষ্ট। জানা গেছে ছাত্র-ছাত্রীদের জ্ঞানের পরিধি বাড়ানোর জন্য বিদ্যালয়ের এমন অভিনব উদ্যোগ। এই প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক  রঞ্জিত কুমার সামন্ত জানান বিদ্যালয়ের বাৎসরিক কালচারাল অনুষ্ঠান বেশ কয়েকদিন ধরে চলছে। আর সেই কালচারাল অনুষ্ঠানের একটা অংশ হিসেবে এই বইমেলার আয়োজন করা হয়েছে।




 মূলত স্কুলের মধ্যে স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্যই  জ্ঞানের বৃদ্ধি বাড়ানোর জন্য এই বইমেলা আয়োজন করা হয়। দুদিন ধরে এই বইমেলা অনুষ্ঠিত হয় স্কুলের অভ্যন্তরে। মূলত ছাত্র-ছাত্রীদের মধ্যে বই পড়ার অভ্যাস দিন দিন কমে যাচ্ছে, তা বৃদ্ধি করানোর লক্ষ্যেই এই ধরনের প্রয়াস বলে জানান স্কুলের প্রধান শিক্ষক। এছাড়া যেসব ছাত্ররা এইসব বই কিনতে চান তারা অল্প দামে এখান থেকে বই সংগ্রহ করতে পারবেন। মূল লক্ষ্য বই পড়ো, মানুষ হও , এই প্রবাদকে সামনে রেখে এবছর থেকেই এই বইমেলার শুভ সূচনা হল পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশনে।





Post a Comment

0 Comments