শিক্ষাই জাতির মেরুদন্ড। এলাকার মেধাবী ও কৃতি ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় উদ্বুদ্ধ করার জন্য সংবর্ধনা দিল কিয়ারানা সমবায় সমিতি। ময়না ব্লকের গোজিনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সুবর্ণ জয়ন্তীর আলোয় আলোকিত কিয়ারানা সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভায় এলাকার কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা এবং আর্থিক সাহায্য প্রদান করা হল সমিতির পক্ষ থেকে। এলাকার কৃতি ছাত্র-ছাত্রীরা যাতে পড়াশুনায় আগ্রহী হয় এবং ভবিষ্যতে যাতে দেশের মুখ উজ্জ্বল করতে পারে তার জন্য উৎসাহ প্রদানে সমিতির এমন মহৎ উদ্যোগ। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে। এরপর কৃতি ছাত্রীদের মিষ্টিমুখ করিয়ে তাদের হাতে স্মারক এবং আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়।
এমন সংবর্ধনায় আপ্লুত ও কৃতি ছাত্র-ছাত্রীরা। উপস্থিত ছিলেন সমিতির সভাপতি সুব্রত কুমার ঘোড়াই, সহ-সভাপতি লক্ষণ চন্দ্র জানা, সম্পাদক শিশির কুমার সামন্ত, সমিতির ডিরেক্টর তথা তমলুক ঘাটাল সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের ময়নার ডিরেক্টর বীরেশ্বর পান্ডা, পায়রাচক গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা রিঙ্কু বর্মন দান্ডি, ডাইরেক্টর বিবেকানন্দ প্রধান, ব্যাংক নমিনি দিলীপ দাস, ম্যানেজার রবীন্দ্রনাথ কায়েত সহ অন্যান্য ডিরেক্টরগণ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ ।
0 Comments