আরজিকরের দোষীদের শাস্তির দাবিতে অবস্থান ও মানববন্ধন
আরজিকর কাণ্ডের দ্রুত ন্যায়বিচার,
* অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার ও কঠোরতম শাস্তির দাবিতে,
* তদন্তের নামে রাজ্য পুলিশের রিপোর্টকেই সিবিআই এর কার্যত সিলমোহর দেওয়ার প্রতিবাদে
* জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আজ প্রতিবাদ অবস্থান ও মানববন্ধন কর্মসূচিতে পথে নামলেন ময়নার সাধারণ নাগরিকরা। ময়না বাইপাসে প্রথমে গান- আবৃত্তি- বক্তব্য সহযোগে প্রতিবাদ অবস্থান ও পরে মানববন্ধন পালন করেন নাগরিকবৃন্দ। নাগরিকবৃন্দ বলেন দীর্ঘ দুমাসের বেশি অতিক্রান্ত হয়ে গেল এখনো অভয়ার ন্যায়বিচার মেলেনি। জুনিয়ার ডাক্তাররা ৯ দিন ধরে অনশন চালিয়ে যাচ্ছেন অথচ প্রশাসনের কোন দেখা নেই। একের পর এক জুনিয়র ডাক্তার অসুস্থ হয়ে আইসিইউ এ ভর্তি হচ্ছে।
অবিলম্বে প্রশাসন যদি যথাযথ পদক্ষেপ গ্রহণ না করে এবং সিবিআই যাতে দ্রুত অপরাধীদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করে এই দাবিতে আন্দোলন জারি থাকবে। সর্বস্তরের সাধারণ মানুষকে ন্যায় বিচারের দাবিতে আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা। উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ ভৌমিক, প্রাক্তন ব্যঙ্ক কর্মচারী প্রশান্ত কুমার মাইতি, প্রধান শিক্ষক অজয় কুমার দেবনাথ, প্রাক্তন শিক্ষক অমিত মাইতি, শিক্ষক সিদ্ধার্থ শংকর রায়, শিক্ষক অনুপ কুমার জানা, শিক্ষক রঞ্জিত জানা প্রমুখ।
.
0 Comments