আর জি কর কান্ডের সুবিচার চেয়ে জেলার বিভিন্ন প্রান্তের বিক্ষোভ সহ পাঁশকুড়ায় মশাল মিছিল
অভয়ার খুনের দ্রুত বিচার সহ ঐ সংক্রান্ত বিভিন্ন দাবীতে পূর্ব মেদিনীপুরে সর্বত্র নাগরিক সমাজের পক্ষ থেকে বিভিন্ন ধরনের কর্মসূচি পালিত হয়েছে। পাঁশকুড়া নাগরিক সমাজের পক্ষ থেকে প্রতীকী অনশন ,মশাল মিছিল হয়। "মেছেদা বাসীর" পক্ষ থেকে মেচেদার পাঁচ মাথার মোড়ে প্রতিবাদ সভা ও মিছিল হয়। নোনাকুড়িতে ছাত্র যুবকদের পক্ষ থেকে, ডিমারির চৌরাস্তার মোড়ে মানববন্ধন হয়। ভোগপুর, কাঁথি সহ প্রায় সমস্ত জায়গায় নাগরিক সমাজের পক্ষ থেকে মশাল মিছিল ,গান, আবৃত্তি, প্রতিবাদী বক্তব্য হয়। সর্বত্রই বক্তারা বলেছেন যতদিন না পর্যন্ত অভয়ার সুবিচার হয় ততদিন এই ধরনের কর্মসূচি জেলা জুড়ে চলবে।
0 Comments