আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে পিজিটি'র ডাক্তার ছাত্রী অভয়ার হত্যার বিচার চেয়ে এই ঘটনার 75 তম দিনে তমলুকে 'জাগো নারী জাগো বহ্নিশিখা'র আহ্বানে অবস্থান ও প্রতিবাদ মশাল মিছিল সংঘটিত হয় হাসপাতাল মোড় থেকে মানিকতলা মোড় পর্যন্ত। বিশেষজ্ঞরা বলছেন,অভয়ার ওপর আক্রমণ একজন নয়, একাধিক ব্যক্তি যুক্ত। অথচ সিবিআই কলকাতা পুলিশের রিপোর্টকে মান্যতা দিয়েছে। যা জনসাধারণ মানতে পারছে না। তাই যতদিন না অভয়ার সুবিচার পায়, এই প্রতিবাদ আন্দোলন চালিয়ে যাবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।
0 Comments