ময়না ১ গ্রাম পঞ্চায়েতে আবাস যোজনার সার্ভেকারীদের ঘিরে বিক্ষোভ।

 ময়না ১ গ্রাম পঞ্চায়েতে আবাস যোজনার সার্ভেকারীদের ঘিরে বিক্ষোভ।

 

ঘটনার সূত্রপাত ২০২২ সাল। তৎকালীন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক  ছিলেন পূর্ণেন্দু মাজী । বর্তমানেও জেলা শাসক রয়েছেন  পূর্ণেন্দু মাজী। ওই সময় ময়নার বিডিও ছিলেন রাজীব সরদার। প্রশাসনের আধিকারিকদের নির্দেশে ময়নার বিভিন্ন এলাকার মানুষ আবাস যোজনায় বাড়ি তৈরি করার জন্য পুরনো বাড়ি ভাঙতে শুরু করে। দীর্ঘ কয়েক বছর কেটে গেলেও ওই সমস্ত গরিব মানুষরা আবাস যোজনার টাকা আজও পায়নি।এই সমস্ত পুরনো বাড়ি ভেঙ্গে দেওয়া বাড়ির মালিকজন আবাস যোজনা টাকা না পাওয়ার ফলে তারা ভীষণ অসুবিধার সম্মুখীন হয়। মাথার উপর একটু আচ্ছাদনের জন্য ওইসব গরিব মানুষরা ধার করে বাড়ি তৈরি করে। বর্তমানে সরকারি নির্দেশে  আবাস যোজনার জন্য নতুন করে  সার্ভে শুরু হয়েছে । যে সমস্ত বাড়ির মালিক  সরকারি টাকা না পেয়েও বাড়ি তৈরি করেছে সার্ভে করার পর তাদের নাম তালিকা থেকে হয়তো বাদ যাবে  । আজকে ঘটনার সূত্রপাত ময়না ওয়ান  গ্রামপঞ্চায়েতে।

 আজ সার্ভেকারি  টিম ময়না বিডিও অফিস থেকে ময়না এক নম্বর অঞ্চল অফিসে যায়। এই খবর জানা জানি হতেই  গ্রাম পঞ্চায়েতের সামনে বহু সাধারণ মানুষ যারা বাড়ির টাকা পায়নি তারা গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে বিক্ষোভ দেখায়। সার্ভেকারি প্রতিনিধিদের আটকে রাখে গ্রাম পঞ্চায়েত অফিসে। ঘটনাস্থলে আসে ময়না থানার পুলিশ। এর পর অঞ্চল অফিসে পুলিশ, সাধারণ মানুষ, জনপ্রতিনিধি এবং সার্ভেকারি প্রতিনিধি দলদের নিয়ে একটি আলোচনা হয়। অবশেষে আজকের মতন সার্ভে বন্ধ হয়ে যায়। সার্ভেকারি প্রতিনিধি দল বিডিও অফিসে ফেরত যায়। এই নিয়ে আগামী দিনে কি হবে এই নিয়ে এখন ভাববার।এই ঘটনায় উপস্থিত ছিলেন এই এলাকার কর্মাধ্যক্ষ  অর্থাৎ ময়না পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ নাজিবুর রহমান। নাজিবুর রহমান জানান ময়না এক নম্বর অঞ্চল অফিস ঘেরাও হয়নি। সাধারণ মানুষ এই নতুন করে সার্ভের বিপক্ষে। তাই আজকে যেসব সার্ভেকারীরা এসেছিল তারা যাতে সার্ভে করতে না যায় তাই তাদের আটকানোর  লক্ষ্যে গ্রামবাসী অঞ্চলের সামনে জড়ো হয়েছিল। তিনি আরও জানান আমরা জনপ্রতিনিধি হিসেবে দেখব এইসব গরীব মানুষ  যাতে আবাস যোজনার  টাকা পায়।


Post a Comment

0 Comments