প্রবীণ নাগরিকদের মুক্তির পথে,আলোর সন্ধানে, ধর্ম শাস্ত্র পাঠ ও আলোচনা।

 প্রবীণ নাগরিকদের মুক্তির পথে,আলোর সন্ধানে, ধর্ম শাস্ত্র পাঠ ও আলোচনা।


প্রবীণ নাগরিকদের মুক্তির পথে,আলোর সন্ধানে, ধর্ম শাস্ত্র পাঠ ও আলোচনা। পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের অন্তর্গত পূর্ব দক্ষিণ ময়না গ্রামে একান্ত আপন সংস্থার উদ্যোগে এই প্রথম বছর শুরু হল  প্রবীণ নাগরিকদের মুক্তির পথে, আলোর সন্ধানে,ধর্ম শাস্ত্রপাঠ ও আলোচনা সভা। রবিবার বিকেল থেকে রাত্রি আটটা পর্যন্ত এই সভা অনুষ্ঠিত হয়। বিপন্ন এক সমাজ ব্যবস্থায় আমরা পৌঁছে গেছি। ভেঙ্গে যাচ্ছে আমাদের পরিবারগুলো। আমরা বিচ্ছিন্ন হচ্ছি। মানবিক দৃষ্টি আজ যান্ত্রিকতায় বদলে যাচ্ছে। ভাই,বন্ধু,আত্মীয় পরিজন কেউ কারোর দায়িত্ব নিচ্ছে না।সহানুভূতি দেখাচ্ছে না। এমন সময় প্রবীণ  নাগরিক বৃন্দের উদ্যোগে গড়ে উঠেছে এই একান্ত আপন সংস্থাটি। গীতা, ভাগবত পাঠ, কীর্তন, কৃষ্ণ কথা শ্রবণের  মধ্য দিয়ে এলাকার বয়স্ক থেকে যুবক যুবতীরা মেতে উঠে। ভাগবত পাঠ করেন রবীন্দ্রনাথ প্রধান। এছাড়াও উপস্থিত ছিলেন প্রভু ভরত দাস, দীপক ভৌমিক,পবিত্র চক্রবর্তী, শিক্ষক সুবল চন্দ্র পাল সহ বিশিষ্ট বক্তাগণ।


কৃষ্ণ কথার গানে নিত্য পরিবেশন করলেন এলাকার ছোট ছোট নৃত্য শিল্পীরা। সংগীতের মাধ্যমে ভগবানকে ডাকলেন সঙ্গীতশিল্পী মীনাক্ষী অধিকারী। অবসরপ্রাপ্ত শিক্ষক সুবল চন্দ্র পাল তার বক্তব্যে  বয়স্ক থেকে শিশুদের  সবার জন্য যোগাসন  করার কথা বলেন।এক কথায় এদিনের এই অনুষ্ঠান সফল হয়েছে বলে মনে করছেন উদ্যোক্তারা। সমগ্র অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় পূর্ব দক্ষিণ ময়না গ্রামের দেশ কালীমাতা মন্দির প্রাঙ্গনে । এলাকার মানুষ সঙ্গে থাকলে আগামী দিনে আরও বৃহৎ  কর্ম সূচি  গ্রহণ করা হবে এমনই মনে করছেন উদ্যোক্তারা।











Post a Comment

0 Comments