স্বাস্থ্য ভবনের নির্দেশে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজে এন্ড হাসপাতালের চিকিৎসক পরিকাঠামো পরিদর্শনে প্রতিনিধিদল

 স্বাস্থ্য ভবনের নির্দেশে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজে এন্ড হাসপাতালের চিকিৎসক পরিকাঠামো পরিদর্শনে প্রতিনিধিদল


 আর জি কর ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসক আন্দোলন। আর সেই আন্দোলনে চিকিৎসকদের স্বাস্থ্য পরিকাঠামো নিরাপত্তার দাবি জানানো হয়। হাইকোর্ট সেই দাবি মান্যতা দিয়ে রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বিশেষ পরিকাঠোর নির্দেশ দেয়। জুনিয়ার ডাক্তারদের দাবিদাওয়া বিষয় নিয়ে আগামী ৫ ই নভেম্বর আদালতে শুনানি রয়েছে। তার আগেই কোর্টের নির্দেশ অনুসারে মেডিক্যাল কলেজ ও হাসপাতাল গুলির পরিকাঠামোগত পরিবর্তন করা হয়েছে। সেই কাজ কতদূর এগিয়েছে তা খতিয়ে দেখতে মঙ্গলবার স্বাস্থ্য ভবনের দুই প্রতিনিধি ইমন সিনহা ডেপুটি সেক্রেটারি মেডিকেল এডুকেশন। বৃজিত শুচিতা কুজুর, জয়েন্ট সেক্রেটারি তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল পরিদর্শন করেন। তাদের সাথে কর্তৃপক্ষ, জুনিয়র চিকিৎসকরা উপস্থিত ছিলেন। 
সমস্ত পরিকাঠামো দেখার পর তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের প্রিন্সিপাল শর্মিলা মল্লিক জানান, " স্বাস্থ্য দপ্তরের নির্দেশ মতো আমরা ১৩ টি রেস্ট রুম,১৭৪ টি সিসিটিভি,২১ টি টয়লেট এবং ৩৫ টি লাইট ক্যাম্পাসে তৈরি করেছি। পাশাপাশি  পুলিশ টহলের সংখ্যা বাড়ানো হয়েছে। আমাদের কাজে খুশি হয়েছেন প্রতিনিধিদল। প্রতিনিধিদল জুনিয়র চিকিৎসকদের সাথেও কথা বলেন, তাদের সমস্যার কথা শোনেন। তবে জুনিয়র চিকিৎসকরাও নতুন পরিকাঠামোতে খুশি প্রকাশ করেছে। স্বাস্থ্য ভবনের নির্দেশ মতো আমরা ৩০ অক্টোবরে আগেই আমরা আনাদের নতুন পরিকাঠামো গড়ে তুলতে পেরেছি"।
মেডিকেল কলেজের অনেকটাই পরিকাঠামো উন্নতি হয়েছে দু একটি ছোটখাটো সমস্যা রয়েছে সেগুলি প্রিন্সিপাল ম্যাডাম কিছুদিনের মধ্যেই সমাধান করে দেবেন এমনটাই জানেন মেডিকেল কলেজের চিকিৎসকরা।



Post a Comment

0 Comments