৫ হাজার লোক নিয়ে ময়না বিডিও অফিস ঘেরাও কর্মসূচির হুংকার দিলেন ময়না পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা গৌতম গুরু।

 ৫ হাজার লোক নিয়ে ময়না বিডিও অফিস ঘেরাও কর্মসূচির হুংকার দিলেন ময়না পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা গৌতম গুরু।


আজ ময়নার বিডিও অফিসে বিজেপির জনপ্রতিনিধিগণ দ্রুত জল নিষ্কাশন এবং আবাস যোজনার সঠিক নির্ধারণ নিয়ে ময়নার বিডিও সমীর পানের নিকট ডেপুটেশন দিলেন। এই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ময়না পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা গৌতম কুমার গুরু, বাকচা গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্রাট সামন্ত, উপপ্রধান প্রসেনজিৎ ভৌমিক, গোজিনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সৌমেন কর, নৈছনপুর ২ গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা ত্রিদেব জানা, ময়না পঞ্চায়েত সমিতির সদস্য রামানন্দ কর, বাদল আদক, পঞ্চায়েত সমিতির সদস্যা  সুচিত্রা মিদ্যা সহ বিজেপির অন্যান্য জনপ্রতিনিধিগণ। ময়না পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা গৌতম গুরু জানান ময়নার জল নিকাশি ব্যবস্থা এতই খারাপ প্রত্যেক বছর বৃষ্টিতে জল জমে যায়। কয়েক দিনের প্রবল বৃষ্টিতে যে পরিমাণে জল বেড়েছে তার থেকে জল বেশি বেড়েছে মাছের ঝিল গুলো থেকে গোপনে জল খালে বের করানোর ফলে। অবিলম্বে তা বন্ধ করতে হবে। প্রত্যেক গ্রাম পঞ্চায়েতকে উদ্যোগ নিয়ে এলাকার খাল গুলো সংস্কার করতে হবে।। গৌতম গুরু বলেন ভোটের রাজনীতি করছে তৃণমূল, ভোটের প্রাক্কালে বিভিন্ন কাজ করে। এখন এই জলমগ্ন অবস্থায় তাদের আর দেখা যায় না। প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের প্রধানরা যদি উদ্যোগ নিয়ে এলাকার খাল গুলো সংস্কার করত তাহলে আজকে এই অবস্থা দেখতে হতো না ময়নাবাসীকে। এছাড়া আবাস যোজনায় দলবাজি চলছে। তিনি আরও জানান ভি আর পি কর্মীদের দ্বারা, যারা তৃণমূলের ক্যাডার, অর্থাৎ রাজনৈতিক দলের কোন লোক,তাদেরকে দিয়েই আবাস যোজনা সার্ভে করা হচ্ছে। প্রকৃতপক্ষে যেন গরিব মানুষ ঘর পায়। সেদিকে লক্ষ্য করতে হবে। গৌতম গুরু আরও জানান আবাস যোজনার যে লিস্ট আছে তাতে অনেক কারচুপি আছে, অনেক গরীব মানুষের নাম বাদ গিয়েছে। আগে ২০২১ এ যাদের নাম ছিল তাদের অনেকের নাম বাদ গেছে,  উপযুক্ত গরিব মানুষদের বাড়ি দিতে হবে। এই নিয়েই ছিল আমাদের ডেপুটেশন। আবাস যোজনা নিয়ে সঠিক তদন্ত না হলে আমরা বিজেপি নেতৃত্বরা বৃহত্তর আন্দোলনে নামবো। তিনি আরও জানান আজ জনপ্রতিনিধিরা এসেছি,  আগামী দিনে ৫ হাজার লোক নিয়ে বিডিও অফিস ঘেরাও করব।  ময়না ব্লকের বিডিও সমির পান  এই সবকিছু তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন গৌতম গুরু।



Post a Comment

0 Comments