"ঘরের লক্ষ্মী" @@ অরবিন্দ সরকার @@ (স্বভাব কবি ) \\ বহরমপুর,মুর্শিদাবাদ।
@@ঘরের লক্ষ্মী @@ অরবিন্দ সরকার @@
ঐশ্বর্য্য ধন সম্পদে, ভরপুর ঘট,
আসীন সংসারে লক্ষ্মী, দেবী রূপ ধ'রে,
কোজাগরী পূর্ণিমায়, পূজা ঘরে ঘরে,
আল্পনা মেঝেতে ঢাকা,আঁকা চিত্র পট।
ঘরের লক্ষ্মী তনয়া,নারায়ন নট,
পুত্রবধূ সেও লক্ষ্মী, সংসারের তরে,
পিতৃকুলের মমতা,মায়া ত্যাগ ক'রে,
পতি,শ্বশুর শাশুড়ি, নিয়ে তার তট।
গোলাভরা ধানে স্থিতি, প্রণাম চরণে,
প্রদীপ ধূপধূনায়, বন্দনা আরতি,
অভাব ঘোচেনা কভূ,লক্ষ্মীছাড়া জনে,
হস্ত লক্ষ্মী পায়ে ঠেলে,মন্দ মতি গতি।
লক্ষ্মীকে রাখতে হয়,হিসাব নিকাশে,
শঙ্খ বাজিয়ে পূজা,ধান দূর্বা ঘাসে।
0 Comments