নন্দকুমারের বাবলপুর নিউ টার্গেট ক্লাবের ১৯ তম বর্ষের লক্ষী পূজা।

 নন্দকুমারের  বাবলপুর নিউ টার্গেট ক্লাবের ১৯ তম বর্ষের  লক্ষী পূজা।


 পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার অন্তর্গত বাবলপুর নিউ টার্গেট ক্লাবের ব্যবস্থাপনায় শ্রী শ্রী সর্বজনীন কোজাগরী লক্ষ্মী পূজা অনুষ্ঠিত হল। গতকাল সন্ধ্যায় বাদ্যযন্ত্র সহকারে  বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে প্রদীপ  প্রজ্জ্বলন এবং ফিতে কাটার মধ্য দিয়ে  আনুষ্ঠানিক ভাবে লক্ষী পূজার  শুভ উদ্বোধন ঘটে। উপস্থিত ছিলেন বরগোদা গোদার ১ অঞ্চলের প্রাক্তন উপপ্রধান  বাদল মন্ডল, বিশিষ্ট সমাজসেবী দীপক কুমার ধাড়া, সমাজসেবী  ও চিকিৎসক নারায়ণ সামন্ত, সম্পাদক  শুভদীপ সামন্ত, সহ সম্পাদক  চন্দন কর, সভাপতি  নারায়ণ সামন্ত, সহ-সভাপতি স্বপন কর, কোষাধক্ষ্য  সুশান্ত নায়েক ও স্বপন কর, অনুষ্ঠানের সঞ্চালক  মধুসূদন নায়ক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ । জানা গেছে এই ক্লাব বাবলপুর গ্রামবাসীবৃন্দ এবং সমাজের সর্ব স্তরের গুণীজনের সহযোগিতায় দীর্ঘ কয়েক বছর ধরে লক্ষ্মী মায়ের আরাধনা করে আসছে । এ বছর এই পুজো ১৯ তম বর্ষে পদার্পণ করেছে।পুজো উপলক্ষে একাধিক অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন রকমের কর্মসূচি রয়েছে। ক্লাবের সদস্য নারায়ণ সামন্ত জানান  5 দিন ধরে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই পুজো দেখার জন্য প্রচুর  মানুষ জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভিড় জমায়।


শুধুমাত্র এলাকাবাসীর এবং ক্লাব সদস্যদের আর্থিক সহযোগিতায় এই পূজা অনুষ্ঠিত হয়। তিনি আরও জানান এই পূজা প্রথমে ছোট ছোট শিশুরা ছোট ভাবে পূজা করত। পরবর্তীকালে  এলাকাবাসী এই পুজোর সঙ্গে যুক্ত হয়ে এই পুজো এত বড় আকারে থিম পুজোয় পরিণত হয়েছে। ক্লাব সদস্য শুভজিৎ সামন্ত জানান  প্রত্যেক দর্শককে আনন্দ দিতে এবং সবার সুখ সমৃদ্ধি বৃদ্ধির আশায় এই পূজার্চনা। তিনি আরও জানান এই পুজো নিয়ে  আগামী দিনে আরও বৃহত্তর ভাবনা নিয়ে এগিয়ে যাবে। এক কথায় দুর্গোৎসবের মতন বাবলপুর এলাকায় বেশ কয়েকটি লক্ষ্মী পূজার পাশাপাশি নিউ টার্গেট ক্লাবের লক্ষ্মী  পুজোর আনন্দ ভাগ করে নিল এলাকাবাসী। এখানকার প্রত্যেক পরিবারের আত্মীয়রা দুর্গাপুজোয় নয়,লক্ষী পূজায় উপস্থিত হন। এই কয়েকটা দিনের অপেক্ষায় থাকে এলাকাবাসী।



















Post a Comment

0 Comments