কলাগেছিয়া -দক্ষিণ হরকুলি - মাসমচক যুব গোষ্ঠীর দুর্গোৎসবের সমাপ্তি

 কলাগেছিয়া -দক্ষিণ হরকুলি - মাসমচক যুব গোষ্ঠীর দুর্গোৎসবের সমাপ্তি


এবছর ময়নায় দুর্গোৎসবে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল কলাগেছিয়া -দক্ষিণ হরকুলি - মাসমচক যুব গোষ্ঠীর দুর্গোৎসব। নবান্ন অর্থাৎ নতুন ধানের উৎসব থিম বহু মানুষের মনে জায়গা করে নেয়। যার ফলে বহু দূর দূরান্ত থেকে দর্শনার্থী উপস্থিত হয়। গতকাল কনকাঞ্জলি,সিঁদুর খেলা এবং নিরঞ্জনের মধ্য দিয়ে এখানকার দুর্গোৎসবের সমাপ্তি হল। বিগত দুই মাস ধরে যুব গোষ্ঠীর সঙ্গে যুক্ত সকলের অক্লান্ত পরিশ্রমের ফলে এবারের  সাফল্য। সকল সদস্যগণের মন ভারাক্রান্ত । যুব গোষ্ঠীর সকল সদস্যগণের পাশাপাশি দর্শনার্থীদেরও মন ভারাক্রান্ত। সমাপ্ত হল দুর্গোৎসবের। আমরা সকলেই আবার এক বছরের প্রতিক্ষার প্রহর গোনা শুরু করলাম।



Post a Comment

0 Comments