ময়নায় সেরা দুর্গোৎসবের মvধ্যে অন্যতম লালুয়াগেড়্যা দুর্গোৎসব। পরিচালনায় লালুয়াগেড়্যা রবীন্দ্র ক্লাব এবং লালুয়াগেড়্যা সর্বজনীন দুর্গোৎসব কমিটি। বিগত কয়েক বছর ধরে এখানকার থিম মানুষের মনে জায়গা দখল করে নিয়েছে। এবারের প্যান্ডেলের থিম তাইওয়ানের বুদ্ধমন্দির। তাইওয়ানের বুদ্ধমন্দির থিম দেখার জন্য ময়না ছাড়াও আশেপাশের ব্লক থেকে বহু দর্শনার্থী আসে। গতকাল কনকাঞ্জলি,সিঁদুর খেলা এবং নিরঞ্জনের মধ্য দিয়ে এখানকার দুর্গোৎসবের সমাপ্তি হল। সমাপ্তি অনুষ্ঠানের শেষে সকল সদস্যগণের মন ভারাক্রান্ত । আবার এক বছর পরে মা আসবেন। আমরা সকলেই আবার এক বছরের প্রতিক্ষার প্রহর গোনা শুরু করলাম।
0 Comments