@@ লাগাই কোথায় গাছ@@ দিলীপ কুমার পাত্র( বৃক্ষপ্রেমী)
@@ লাগাই কোথায় গাছ@@ দিলীপ কুমার পাত্র( বৃক্ষপ্রেমী)

বাড়ছে মেলা
করছে খেলা
ভাঙছে যত গাছ
খাচ্ছে গরু
কমছে তরু
লাগাই কোথায় গাছ?
বাড়ছে অগ্নি
হচ্ছে সঙ্গি
কমছে সবুজ বন
এখানে খানা
ওখানে মানা
চিন্তায় মানুষজন।
বাড়ছে বাড়ি
ছুটছে গাড়ি
জায়গা কোথায় আজ
বাড়ছে রাস্তা
কমছে আস্থা
ফেলছে মাথায় বাজ।
ঘটছে বিকার
অবাধে শিকার
বাড়ছে যেন আজ
কোথাও নীতি
কোথাও ভীতি
লাগাই কোথায় গাছ?
ওপরে তার
শিল্পভার
চিন্তা করি বাজে
উর্বর ভূমি
কৃষি জমি
নেওয়া কি আর সাজে!
বাড়ছে তাপ
বাড়ছে চাপ
কাটছে যত গাছ
বাড়ছে লোক
করছে ভোগ
লাগাই কোথায় গাছ?
3 Comments
ধন্যবাদ
ReplyDeleteNice
ReplyDeleteGood
ReplyDelete