প্রাথমিক শিক্ষকদের নির্বাচন সংক্রান্ত বি এল ও ডিউটি প্রদানের প্রতিবাদে জেলা শাসকের নিকট BPTA র ডেপুটেশন

 প্রাথমিক শিক্ষকদের নির্বাচন সংক্রান্ত বি এল ও ডিউটি প্রদানের প্রতিবাদে জেলা শাসকের নিকট BPTA র ডেপুটেশন


* শিক্ষার স্বার্থে শিক্ষকদের  BLO ডিউটি  না দেওয়া
* নিতান্তই প্রয়োজন সাপেক্ষে একটি স্কুলের ১ জন শিক্ষককে বি এল ও ডিউটি
* অসুস্থ শিক্ষক  ও ছোট বাচ্চা আছে এমন শিক্ষিকাদের বি এল ও ডিউটি না দেওয়া 
* বি এল ও  ডিউটির জন্য আলাদা কর্মী নিয়োগ করার দাবিতে
 পূর্ব মেদিনীপুর জেলা শাসক দপ্তরে ডেপুটেশন দিল বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি। ডেপুটেশনে উপস্থিত ছিলেন বঙ্গীয় প্রাথমিক শিক্ষ সমিতির পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক সৌমিত্র পট্টনায়ক, রাজ্য কোষাধ্যক্ষ মেঘনাথ খামরুই, জেলা সভাপতি নিমাই পটিদার সহ সমিতির সদস্য রা। সৌমিত্র পট্টনায়ক বলেন ইতিমধ্যে এই জেলায় কয়েকটি ব্লকে এই বি এল ও  নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। কোন কোন ব্লকে বেশিরভাগ বুথে বি এল ও হিসেবে প্রাথমিক শিক্ষকদের নিয়োগ দেওয়া হয়েছে। এমনকি একই  বিদ্যালয়ের  ২ বা আরও বেশি শিক্ষককে বি এল ও ডিউটি দেওয়া হয়েছে। ইতিপূর্বে এই জেলাতে বহু প্রাথমিক শিক্ষক বি এল ও হিসেবে নিযুক্ত ছিলেন। বেশিরভাগ বিদ্যালয়ে ২ বা ৩ জন শিক্ষক, ৫-৬ টি ক্লাস, প্রাথমিক শিক্ষকদের শিক্ষাদান ছাড়াও মিড -ডে মিল, হলিস্টিক গার্ডের নম্বর বাংলার শিক্ষা পোর্টালে আপলোড করা, জনগণনা, সমীক্ষা সহ নানান শিক্ষাদান বহির্ভূত কাজ করতে হয়। এর ফলে শিক্ষাদান ক্ষতিগ্রস্ত হয়। তার উপর বি এল ও ডিউটি শিক্ষাদানকে আরও ক্ষতিগ্রস্ত করবে এবং স্কুলগুলি ধ্বংসের মুখে পড়বে। এমতাবস্থায় সাধারণ বাড়ির ছাত্র-ছাত্রীদের শিক্ষার স্বার্থে আমরা যে বিষয়গুলো জানিয়েছি তা পূরণে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবী জানাচ্ছি।

Post a Comment

0 Comments