রাস্তায় ধানের চারা লাগিয়ে রাস্তা সংস্কারের দাবিতে প্রতিবাদ দেখালো গ্রামবাসী।

শিলান্যাসের পরে আর সংস্কারের মুখ দেখেনি গ্রামীণ রাস্তা। বর্ষা নামতেই জল-কাদা জমে চলাচল কার্যত অসম্ভব হয়ে উঠেছে। সেই দুর্ভোগ থেকে ক্ষোভে ফেটে পড়েছেন পূর্ব মেদিনীপুরের তমলুক ব্লকের মদনমোহনচক ও আশপাশের গ্রামের বাসিন্দারা। রাস্তার বেহাল দশার প্রতিবাদে ধানের চারা রোপণ ও টায়ার জ্বালিয়ে বৃহস্পতিবার সকালে বাঁকুড়া মোড়ে প্রধান সড়কে অবরোধে শামিল হন শতাধিক গ্রামবাসী। প্রায় ঘণ্টাখানেক এই বিক্ষোভ চলায় স্তব্ধ হয়ে যায় যান চলাচল, তৈরি হয় তীব্র যানজট। শেষ পর্যন্ত প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ ওঠে, তবে এলাকাজুড়ে তৈরি হয় ব্যাপক চাঞ্চল্য।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শ্রীরামপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ মদনমোহনচক রাস্তাটি বহু বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে। বর্ষার সময় পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়ে, কাঁচা মোরাম রাস্তা পরিণত হয় কাদার স্তরে। প্রতিদিন এই রাস্তা দিয়ে স্কুল পড়ুয়া, কর্মজীবী মানুষ, রোগী এবং জরুরি পরিষেবার গাড়ি চলাচল করে, ফলে গ্রামবাসীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
পার্শ্ববর্তী কালাগন্ডা, শ্রীকণ্ঠা কালাগন্ডা, শ্রীরামপুর, পূর্বনখা-সহ একাধিক গ্রামের হাজারের বেশি মানুষ প্রতিদিন এই রাস্তা ব্যবহার করেন। সম্প্রতি এক বৃদ্ধা রাস্তায় পিছলে পড়ে গুরুতর আহত হন, ভেঙে যায় তাঁর হাত।
গ্রামবাসীদের অভিযোগ, ২০২২ সালে তৎকালীন বিডিও আনুষ্ঠানিকভাবে এই রাস্তার সংস্কারের শিলান্যাস করেন। নারকেল ফাটিয়ে ঘটা করে উদ্বোধন হলেও বাস্তবে আজও কাজ শুরু হয়নি। ফলে তিন বছর পেরিয়ে গেলেও সমস্যার কোনও সমাধান মেলেনি।
তাই বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ শতাধিক বাসিন্দা বাঁকুড়া মোড়ে জমায়েত হয়ে বিক্ষোভ শুরু করেন। কাদা জমা রাস্তায় ধানের চারা পুঁতে, টায়ার জ্বালিয়ে তাঁরা রাস্তা অবরোধ করে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। খবর পেয়ে তমলুক থানার পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আলোচনার মাধ্যমে গ্রামবাসীদের আশ্বস্ত করার পর অবরোধ তুলে নেওয়া হয়।
0 Comments