ময়নায় দুঃস্থ মানুষদের পাশে ধ্রুব আশালতা স্মৃতি সংঘ

 ময়নায় দুঃস্থ মানুষদের পাশে ধ্রুব আশালতা স্মৃতি সংঘ


বাঙালির শ্রেষ্ঠ পূজা শারদীয়া আসন্ন। এই শারদীয়ার প্রাক্কালে দুস্থ মানুষদের পাশে ধ্রুব আদালতা স্মৃতি সংঘ। ময়না ব্লকের গড়সাফাৎ গ্রামের বাসিন্দা রবীন্দ্রনাথ ভৌমিকের পিতা স্বাধীনতা সংগ্রামী ঈশ্বর ধ্রুবশংকর ভৌমিক এবং মাতা ঈশ্বর আশালতা ভৌমিকের স্মৃতি রক্ষার্থে এই ধ্রুব আশালতা স্মৃতি সংঘ গঠিত হয়। এই সংঘ বিগত ২০১৩ সালে গঠিত হলেও পুজো প্রাক্কালে এই দুস্থ মানুষের অনুদান দেওয়ার কাজ এটা দ্বিতীয় বর্ষে পদার্পণ করল। 



সমাজের পিছিয়ে পড়া মানুষদের স্বাভাবিক স্রোতে ফিরিয়ে আনার লক্ষ্যে এই কর্মসূচি। গত বছর প্রায় ৩০ জনের হাতে এই পুজো অনুদান তুলে দেওয়া হয়েছিল। আর এ বছর তা বেড়ে প্রায় ৪০ জনের হাতে এই অনুদান তুলে দেওয়া হয়। এই সংস্থার সম্পাদক প্রাক্তন প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ ভৌমিক এবং সভাপতি প্রাক্তন শিক্ষিকা বুলু ভৌমিকের তৎপরতায় এই কর্মসূচি আগামী দিনেও চালিয়ে যাবে এমনই মনে করেন। এ দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক অনন্ত কুমার ঘোড়াই, প্রাক্তন ব্যাংক কর্মী প্রশান্ত কুমার মাইতি, বৃক্ষ বন্ধু দিলীপ কুমার পাত্র, আইনজীবী সিদ্ধার্থ জানা, প্রাক্তন রেল কর্মী বিশ্বনাথ মাজী সহ অন্যান্য বিশিষ্টরা।














Post a Comment

0 Comments