বিবেকানন্দ স্টাডি সেন্টারের ব্যবস্থাপনায় দক্ষিণ ময়না হাই স্কুলে ট্যালেন্ট সার্চ পরীক্ষা অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন ময়না পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুশান্ত ভৌমিক, ময়না টু গ্রাম পঞ্চায়েতের সদস্য অভিজিৎ দাস, ময়নার বিশিষ্ট শিক্ষক শিক্ষিকা মন্ডলী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। জানা গেছে এলাকার ছাত্রছাত্রীদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় আগ্রহ বৃদ্ধি এবং ভবিষ্যতের উন্নতির জন্য বিবেকানন্দ স্টাডি সেন্টারের এমন উদ্যোগ। আজকে প্রায় এক হাজারেরও বেশি ছাত্র-ছাত্রী ট্যালেন্ট সার্চ পরীক্ষায় অংশগ্রহণ করে। ছাত্র-ছাত্রীদের সংখ্যা বেশি হওয়ায় দুটি ধাপে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে ছোট ছোট ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে এবং দ্বিতীয় ধাপে হাইস্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে।
0 Comments