** বাজার দর ** দিলীপ কুমার পাত্র
বাজারে ঢুকে ভাবনা করি
কি আর রোজ নেবো
শাকসবজি হাঁকছে দর
কিইবা আর খাবো?
বেগুন বলে দেড়শো টাকা
চড়া দাম উচ্ছে
দুশো টাকা কাঁচালঙ্কা
শুনেই মাথা ঘুরছে।
টমেটো কিলো দুশো টাকা
ঝিঙ্গে চড়া দাম
পটলটাও আশপাশে
শুনেই ঝরে ঘাম ।
বরবটিটা দুশো টাকা
দেড়শো টাকার সিম।
আদা রসুন তিনশো টাকা
কিনতে হিমসিম।
ইলিশ কিলো দেড় হাজার
খাসি আশে পাশে
এত ব্যয় কেমন করে
আসবে বুঝি মাসে?
বাজার দর নিয়ন্ত্রণ
করবে বেটা কে
পাঁচটা বছর থেকেই তোরা
লুটেপুটে নে।
2 Comments
সুন্দর
ReplyDeleteGood
ReplyDelete