আরজিকরের ঘটনার প্রতিবাদে মেছেদাতে মোমবাতি মিছিল।

 আরজিকরের ঘটনার প্রতিবাদে মেছেদাতে মোমবাতি মিছিল।


অভয়ার ন্যায় বিচারের দাবিতে জুনিয়র ডাক্তারদের আহ্বানে সিজিও কমপ্লেক্স অভিযান চলছে। সেই সময়েই মেছেদাতে "মেছেদাবাসীর" আহ্বানে এলাকার নাগরিকদের নিয়ে মেচেদার বিদ্যাসাগর লাইব্রেরীতে একটি নাগরিক সভা হয়। এই সভাতে প্রায় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন লক্ষীকান্ত মাইতি। নাগরিক সভায় বক্তব্য রাখেন সাক্ষী ভৌমিক,সোমা সাউটিয়া,অশোক হাজরা,বাবলা মাইতি,ডাঃ বিশ্বনাথ পড়িয়া,ডাঃ কালিশংকর পাত্র। সভা শেষে বিদ্যাসাগর মূর্তির পাদদেশ পর্যন্ত একটি মোমবাতি মিছিল পথ পরিক্রমা করে। সভা থেকে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষজনদের নিয়ে একটি কমিটি গঠিত হয়। ওই কমিটির আহ্বায়কমন্ডলীতে রয়েছেন ডাঃ কালিশংকর পাত্র,অমর সামন্ত,উত্তম পাড়ুই,রামচন্দ্র পাখিরা ও রবীন হাজরা প্রমূখ।



Post a Comment

0 Comments