মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক জুনিয়র ডাক্তারদের, আপনার থেকেই আন্দোলন শেখা মুখ্যমন্ত্রীকে বললেন জুনিয়র চিকিৎসক।

 মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক জুনিয়র ডাক্তারদের, আপনার থেকেই আন্দোলন শেখা মুখ্যমন্ত্রীকে বললেন জুনিয়র চিকিৎসক।  


জুনিয়র ডাক্তারদের সঙ্গে দু'ঘণ্টা বৈঠকের পর অনশন তোলার আবেদন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বারবার 'থ্রেট কালচার’ বন্ধের ব্যাপারে আর্জি জানান আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা।সমস্ত হাসপাতালে পরিস্থিতি স্বাভাবিক করার ব্যাপারে জোর দেন মুখ্যমন্ত্রী।সোমবার নবান্নে আন্দোলনকারী চিকিৎসকদের প্রতিনিধি দলের সঙ্গে ম্যারাথন বৈঠকে তিনি বলেন, 'আন্দোলনের একটা শুরু যেমন আছে, তেমন শেষও আছে। এ বার অনশন তুলে নিন।' এই আলোচনার মাঝেই মুখ্যমন্ত্রীকে এক মহিলা জুনিয়র চিকিৎসক বলেন, ‘আপনার থেকেই আমাদের আন্দোলন করা শেখা।'জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের মাঝেই নিজের রাজনৈতিক জীবনের অনশন, আন্দোলনের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। মমতা ব্যানার্জি  জানান, তিনি যখন অনশন করেছেন, প্রশাসনের তরফে কেউ আসেনি। তাঁর কথায়, 'মানবাধিকার কমিশনের দাবিতে ২১ দিন ধর্না করেছিলাম। সিঙ্গুর নিয়ে ২৬ দিন অনশন করেছি। কেউ আসেনি। গোপালকৃষ্ণ গান্ধীর (তৎকালীন রাজ্যপাল) ব্যক্তিগতভাবে আমায় ভালো বাসতেন বলে এসেছিলেন। তিনি সরকারের কেউ ছিলেন না। আমি তোমাদের ভালোবাসি। সেই কারণেই আলোচনা খোলাখুলি করা হচ্ছে।'মমতা ব্যানার্জি  আরও বলেন, ‘তোমরা সাধ্য মতো অনশন করেছো। ভালো করেছো। আমি ২৬ দিন অনশন করেছি। আমি মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবকে তোমাদের কাছে পাঠিয়েছি। রোজ খবর নিয়েছি। ঘণ্টায় ঘণ্টায় রিপোর্ট নিয়েছি। তোমরা রাস্তায় শুয়ে থাকলে, আমি বাড়িতে নিশ্চিন্তে ঘুমোতে পারিনা।’
সোমবারের বৈঠকে বারবার 'থ্রেট কালচার’ বন্ধের ব্যাপারে আর্জি জানান আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। স্টেট লেভেল টাস্ক ফোর্সের পাশাপাশি কলেজ লেভেল টাস্ক ফোর্স, অ্যান্টি র‍্যাগিং কমিটি  গঠন করার ব্যাপারে আর্জি জানানো হয়।
মানুষের উপর চাপ বাড়বে, অনশন না তুলেই মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে যাবেন জুনিয়র ডাক্তাররাপূর্ব নির্ধারিত সময়ের আগেই শুরু হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক। মোট ১৭ জন জুনিয়র ডাক্তার বৈঠক করেন মুখ্যমন্ত্রীর সঙ্গে।

Post a Comment

0 Comments