ময়নায় দিল্লির লালকেল্লা।

 ময়নায় দিল্লির লালকেল্লা।


স্বাধীন ভারতের প্রথম জাতীয় পতাকা উত্তোলিত হয়েছিল দিল্লির লালকেল্লায়। লালকেল্লা ভারতের ঐতিহাসিক নিদর্শন। অনেকের দিল্লির লালকেল্লা যাওয়ার ইচ্ছা থাকলেও বিভিন্ন কারণে যাওয়া সম্ভব হয়না। তাই সম্প্রীতি উৎসব কমিটির পরিচালনায় ময়না আদর্শ শিক্ষায়তনের মাঠে  আনন্দমঠ সার্বজনীন দুর্গোৎসবের থিম ঐতিহাসিক লালকেল্লা। জানা গেছে লালকেল্লার আদলে তৈরি দূর্গা পূজার মন্ডপে থাকবে অত্যাধুনিক লাইটিং  এবং সাউন্ড সিস্টেম। দেশাত্মবোধক সংগীতে চারিদিকে মুখরিত হয়ে উঠবে  এমনটাই জানিয়েছেন পূজো উদ্যোক্তারা। প্রসঙ্গত  বিগত কয়েক বছর ধরে এখানকার দুর্গোৎসব মানুষের মনে ব্যাপক জায়গা করে নিয়েছে। এবারের আকর্ষণ কতটা মানুষের মনে জায়গা দখল করতে পারবে তার জন্য আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে।

Post a Comment

0 Comments