@@ প্রযুক্তিরই থিম@@ দিলীপ কুমার পাত্র (বৃক্ষপ্রেমী) @@পরিবেশনায় - আমার ময়না নিউজ।
আসছে শরৎ আসছে পুজো
আসছে মা ঘ্যামে
ঘোড়ায় চড়ে আসছে মা
পড়বে না তো জ্যামে!
টিপ টিপ বৃষ্টিতেও
দাঁড়িয়ে দীর্ঘ লাইনে
না দেখে পুজো মণ্ডপ
ফিরে যেতে চাহিনে ।
চারিদিকে থিমের ছোঁয়া
মোড় থেকে গলি
শ্বাস বায়ু যায় যাক
ভিড় ঠেলে চলি।
বহু দূরে দেখা যায়
ঝলমলে দ্বার
ছোটরা চেঁচিয়ে বলে
কত দূর আর !
গিয়ে দেখি হাঁপিয়ে
মা বসে প্লেনে
এটা আবার কি পুজো
নিতে হবে মেনে!
থিম দেখে বেরোতে যাব
মাথা করে ঝিমঝিম
উদ্যোক্তারা বলে ওঠেন
এটা প্রযুক্তিরই থিম।
1 Comments
Nice
ReplyDelete