পানীয় জলের পাইপ লাইন ভাঙার অভিযোগ বিজেপি দিকে, ময়নার জায়গীরচক গ্রামের ঘটনা

 পানীয় জলের পাইপ লাইন ভাঙার অভিযোগ  বিজেপি দিকে, ময়নার জায়গীরচক গ্রামের ঘটনা 


ময়না ব্লকের জায়গীরচক গ্রামে বল, সিট ও প্রামাণিক পাড়ার মধ্যে একটি সাবমারসিবুল বসানোর কাজ চলছিল। প্রায় দেড় লক্ষ টাকা ব্যয় ৮৫ মিটার পাইপের কাজ হচ্ছিল। ময়না পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তথা এলাকার পঞ্চায়েত সমিতির প্রতিনিধি রঞ্জিত বল জানান কন্টাক্টারের তত্ত্বাবধানে কাজ চলছিল। এলাকার প্রধানের নির্দেশে কাজ শুরু হয়ে যায়। কিন্তু গতকাল কোন এক অজানা কারণে বিজেপি নেতৃত্বরা ওই পাইপ লাইন ভেঙ্গে দেয়। প্রসঙ্গত এই গ্রামের পঞ্চায়েত সদস্য বিজেপির প্রতিনিধি। নাম পাপিয়া পড়িয়া মাইতি। রঞ্জিত বল দাবি করেন এলাকার পঞ্চায়েতের স্বামী অভিক মাইতির নেতৃত্বে এই ভাঙচুর করা হয়। এ ছাড়া আরও যুক্ত ছিলেন এলাকার বিজেপি নেতৃত্ব নারায়ণ দাস, অর্ণব বেরা, মাধব চন্দ্র দাস, শচীন্দ্রনাথ জানা। এলাকাবাসী এই ভাঙচুরে বাধা দিতে হলে তাদের সঙ্গে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়ে বিজেপি নেতৃত্বরা। এমনই অভিযোগ করলেন ময়না পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি রঞ্জিত বল। তবে বিজেপির পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।



Post a Comment

0 Comments