ময়নার দক্ষিণ হরকুলির মিলনতীর্থের এবারের ভাবনা হিমাচল প্রদেশের বৈজনাথ মন্দির

 ময়নার দক্ষিণ হরকুলির মিলনতীর্থের এবারের ভাবনা হিমাচল প্রদেশের বৈজনাথ মন্দির


ময়না ব্লকের অন্তর্গত দক্ষিণ হরকুলি গ্রামের মিলনতীর্থ পরিচালিত দুর্গোৎসব এই বছর ১২ তম বর্ষে পদার্পণ করেছে। বিগত বছরগুলি বিভিন্ন এলাকার মন্দিরের আদলে এখানকার দুর্গোৎসবের মন্ডপ তৈরি হয়। এ বছরও তার ব্যতিক্রম নেই। অন্যান্য বছরগুলির ন্যায় এ বছরও হিমাচল প্রদেশের বৈজনাথ মন্দির আদলে এবারের মন্ডপ তৈরি হচ্ছে। সমস্ত মণ্ডপ থার্মোকল দিয়ে তৈরি। থার্মোকলের উপর রঙের পলেপে ফুটে উঠবে এই পুজো মণ্ডপ। মহাষষ্ঠীর পূর্ণ লগ্নে এই পুজো মণ্ডপের শুভ উদ্বোধন। তার পূর্বে জোর কদমে চলছে মন্ডপ সহ প্রতিমা তৈরির কাজ। কয়েকদিন বৃষ্টির ফলে কাজের গতি অনেকটা ধীর হলেও যথাসময়েই মণ্ডপ এবং প্রতিমা সেজে উঠবে বলে মনে করছেন পূজা উদ্যোক্তারা।

Post a Comment

0 Comments