ময়না তদন্ত সম্পন্ন হওয়ার পর দেহ নিতে অস্বীকার পটাশপুরের মৃতার পরিবারের,রিপোর্টে সন্তুষ্ট নয় তাই হাইকোর্টের দ্বারস্থ হওয়ার কথা জানালেন মৃতার পরিবার।*
ময়না তদন্ত সম্পন্ন হওয়ার পর দেহ নিতে অস্বীকার পটাশপুরের মৃতার পরিবারের,রিপোর্টে সন্তুষ্ট নয় তাই হাইকোর্টের দ্বারস্থ হওয়ার কথা জানালেন মৃতার পরিবার।
পটাশপুরের মৃতার ছেলে বাপি সিট এবং মৃতের দূর সম্পর্কিত ভাইয়ের অভিযোগ ময়না তদন্ত সম্পন্ন হওয়ার পর পটাশপুর থানার যে পুলিশ ময়নাতদন্তের সময় উপস্থিত ছিলেন তিনি বলেছেন মৃত মহিলার কোনরূপ ধর্ষণ হয়নি এবং শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, কীটনাশক খাওয়ার ফলে মৃত্যু হয়েছে। কীটনাশক হ্য়তো নিজে খেয়েছেন। পুলিশের কথায় বিশ্বাস করতে পারছে না পরিবার। তাই তারা হাই কোর্টের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন।পুলিশ ধর্ষণের অভিযোগ অস্বীকার করলেও মৃতার ছেলে দাবি করেছেন তার মা ধর্ষিতা হয়েছিলেন।যা ময়নাতদন্ত এর পরে বিষক্রিয়ায় মৃত্যু দেখানো হচ্ছে।
0 Comments