ময়নার দেউলীতে দুর্গা পূজার থিম বিশ্ব উষ্ণায়ন
গত বছর ময়না পঞ্চায়েত সমিতি বিচারে সেরাদের মধ্যে অন্যতম ছিল দেউলী অলস্টার ক্লাবের এবং দেউলী সর্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গোৎসব। এ বছরও মানুষের প্রত্যাশা অনেক। জানা গেছে এখানকার এবছরের থিম বিশ্ব উষ্ণায়ন। বর্তমানে বিশ্ববাসী বিশ্ব উষ্ণায়নে জর্জরিত। বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য এখানকার দুর্গোৎসবের থিম এমনই নির্বাচন করা হয়েছে। কমিটির এক পদাধিকারীর কথায় শুধুমাত্র পুজো বা প্যান্ডেলের কারুকার্য নয় এখানে ফুটে উঠবে নানান সচেতনতামূলক প্রচার। এছাড়াও বিশ্ব উষ্ণায়ন রোধে বৃক্ষরোপণ কর্মসূচিও কমিটির উদ্যোগে নেওয়া হয়েছে। এবারের থিম মানুষের মনে কতটা জায়গা দখল করতে পারে তার জন্য আর কয়েকদিন আপনাদের অপেক্ষা করতে হবে।।
0 Comments