ময়না বীরেন্দ্র শাসমল পল্লী সমাজ সেবক সংঘের রক্তদান শিবির

 ময়না বীরেন্দ্র শাসমল পল্লী সমাজ সেবক সংঘের রক্তদান শিবির


 রক্তদান জীবন দান।আসুন সবাই হাত বাড়াই।রক্ত দিয়ে প্রাণ বাঁচাই। এই ধারণাকে পাথেয় করে ময়না ২ অঞ্চলের ময়না বীরেন্দ্র শাসমল পল্লী সমাজ সেবক সংঘের আয়োজনে কোজাগরী লক্ষ্মী পূজা উপলক্ষে রক্তদান উৎসব অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন ময়না পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুশান্ত ভৌমিক, ময়না টু অঞ্চলের প্রধান নমিতা দোলাই, গ্রাম পঞ্চায়েত সদস্য অভিজিৎ দাস, গ্রাম পঞ্চায়েত সদস্য দিলীপ কুমার দোলাই, দক্ষিণ ময়না হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তুষার কান্তি মাজী, দক্ষিণ ময়না হাই স্কুলের. সহকারী শিক্ষক গৌতম সেন ,সংঘের সভাপতি - সন্দীপ মাজী, সম্পাদক বাবলু আদক,কোষাধ্যক্ষ  ও  পুজো কমিটির সম্পাদক অনন্ত কুমার গুছাইত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই সংঘ বিগত কয়েক বছর ধরে লক্ষী পূজা উপলক্ষে রক্তদান উৎসব এবং থ্যালাসেমিয়া রোগীদের সাহায্য প্রদান অনুষ্ঠান করে আসছে। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। এবছর রক্তদান শিবিরে উপস্থিত থ্যালাসেমিয়া রোগীদের হাতে সংঘের পক্ষ থেকে সাহায্য তুলে দেওয়া হয়। এছাড়াও এলাকার কৃতি ছাত্রছাত্রীদের সম্মানিত করে তাদের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।




Post a Comment

0 Comments