রাজ্যজুড়ে আইন-শৃঙ্খলার অবনতি ও লাগাতার নির্যাতন ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানায় স্মারকলিপি দিল পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেস কমিটি
রাজ্যজুড়ে আইন-শৃঙ্খলার অবনতি ও লাগাতার নির্যাতন ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানায় স্মারকলিপি দিল পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেস কমিটি
রাজ্যজুড়ে আইন-শৃঙ্খলার চরম অবনতি এবং লাগাতার নারী নির্যাতন, ধর্ষণ ও খুনের ঘটনায় সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের ভাব মূর্তি আজ কালিমালিপ্ত। সারা রাজ্যে মাৎস্যন্যায়ের পরিবেশ তৈরি হয়েছে। ধর্ষণের মতো সামাজিক রোগ আজ ক্রমবর্ধমান, কিন্তু পাশাপাশি পুলিশ প্রশাসনের নির্বিকার ভূমিকায় সাধারণ মানুষ হতাশ এমতাবস্থায় এই পরিস্থিতির প্রতিকারে এবং প্রতিবাদে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের ঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার সারা রাজ্যের সমস্ত থানায় পাশাপাশি তমলুক থানাতেও স্বরলিপি দেয় কংগ্রেস। ধর্ষণ খুন নারী নির্যাতন সহ সাত দফা দাবি তমলুক থানায় লিখিত আকারে কংগ্রেসের প্রতিনিধিরা আইসির কাছে জমা দেয়। কংগ্রেসের নেতৃত্ব এবং কর্মীরা তমলুক থানার গেটের সামনে স্লোগান দিতে শুরু করে, তমলুক থানার পুলিশ গেট বন্ধ করে দেয়। পরে কয়েকজন প্রতিনিধিমূলক আইসির কাছে গিয়ে প্রতিলিপি জমা দেন
0 Comments