পটাশপুর ও জয়নগরে মহিলা ও শিশুর ধর্ষণ ও খুনের প্রতিবাদে ময়নাতে ধিক্কার মিছিল SUCI(C) র*
পূর্ব মেদিনীপুরের পটাশপুরের ভুবনমঙ্গলপুরে গৃহবধূ ধর্ষণ ও খুন, জয়নগরের চতুর্থ শ্রেণীর ছাত্রীকে অত্যাচার করে খুন এবং কোচবিহারে হলদিবাড়ি কলেজে তৃণমূল আশ্রিত গুন্ডা বাহিনীর ছাত্র-ছাত্রীদের উপর লাগাতার হামলার প্রতিবাদে, আর জি কর ঘটনার দ্রুত ন্যায় বিচার ও মদের প্রসার বন্ধের দাবিতে আজ ময়না বাজারে ধিক্কার মিছিল করলো এস ইউ সি আই (সি) কর্মী সমর্থকরা। ময়না বাইপাসে জমায়েত হয়ে মিছিল শুরু হয়। মল্লিক মোড় হয়ে বৃহস্পতিবারের বাজারে মিছিল শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন মদন সামন্ত, সুব্রত বাগ, সিদ্ধার্থ শংকর রায়, জগদীশ মাইতি প্রমুখ।
0 Comments