কাঁথি পৌরসভার 20নং নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর শ্রাবণী জানা পাল-এর তার আশ্রিত গুন্ডা ও সমাজ বিরোধীরা প্রাণনাশের হুমকি এলাকার এক বাসিন্দা কে

 কাঁথি পৌরসভার 20নং নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর শ্রাবণী জানা পাল-এর তার আশ্রিত গুন্ডা ও সমাজ বিরোধীরা প্রাণনাশের  হুমকি এলাকার এক বাসিন্দা কে

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রদীপ মান্না, তার অভিযোগ তাদের পারিবারিক সরিকি সম্পত্তি ভাগ বন্টনের সমস্যা রয়েছে, ঠিক তারই মাঝে চলতি বছরের মার্চ মাসের গোড়ার দিকে কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলারের গুন্ডাবাহিনী এসে অতর্কিতভাবে প্রায় কাছাকাছি 12 লক্ষ টাকার গাছ জোরপূর্বক কেটে নিয়ে যায় বলে অভিযোগ করেন আর এক শরিক অভিযোগকারী প্রদীপ মান্না। 
তিনি যথারীতি আইনের দ্বারস্থ হয়েছেন অর্থাৎ কোর্টে তিনি কাউন্সিলর এবং তার গুন্ডাবাহিনীদের বিরুদ্ধে  আদালতে মামলা করেন। 
হঠাৎ চলতি মাসের ২৫ তারিখে মামলা তুলে নেওয়ার জন্য কাউন্সিলর এর লোকজনেরা বাড়ি গিয়ে মারধর ও প্রাণনাশের হুমকি দেয় প্রদীপ মান্না ও তার পরিবারকে উদ্দেশ্য করে। 
যথারীতি তিনি প্রাণ বাঁচাতে বিস্তারিতভাবে তিনি কাঁথি থানার I.C - SDPO- SP- & Minister of Urban Development  তিনি এইসব দপ্তরে জানিয়েছেন।
তবে প্রশ্ন উঠছে এখানে এতগুলি গাছ কাটার জন্য কার অনুমতি নিয়েছিলেন, কে দিয়েছিলেন অনুমতি, তবে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। 
 প্রদীপ মান্নার পরিবার গাছ কাটা কে কেন্দ্র করে আইনি দ্বারস্থ হওয়াটা কাউন্সিলর এবং তার দলবল যে ভালো চোখে দেখছে না এই হুমকি, আবার প্রমাণ করেছে।
তবে এই হুমকির ঘটনাকে কেন্দ্র করে কাঁথি শহর জুড়ে নিন্দার ঝড়।

Post a Comment

0 Comments