ময়নার কিয়ারানায় ত্রাণ শিবির না হলে ধর্ণা।

 ময়নার কিয়ারানায় ত্রাণ শিবির না হলে ধর্ণা।

ময়না ব্লকের গোজিনা গ্রাম পঞ্চায়েতের কিয়ারানা বন্যাত্রাণ বুথে একটি ভগ্ন প্রায় ত্রাণ শিবির রয়েছে। কিয়ারানা গ্রামবাসি সহ আশেপাশের গ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি ভগ্ন প্রায় পুরানো  ত্রাণ শিবির ভেঙ্গে নতুন ত্রাণ শিবির হোক। এলাকার বিভিন্ন মানুষের সেই দাবিকে লিখিত আকারে প্রকাশ করে কিয়ারানার বেশ কয়েকজন যুবক গোজিনা গ্রাম পঞ্চায়েতের প্রধান খুকুরানি মন্ডল মহাশয়ার কাছে আবেদন করেন। গ্রামবাসীরা দাবি করেছেন ত্রাণ -শিবির যদি না হয় তারা ধর্নাও বসতে পারেন। গোজিনা গ্রাম পঞ্চায়েতের প্রধান খুকুরানী মন্ডল গ্রামবাসীদের পাশে থাকার বার্তা দিয়ে জানিয়েছেন তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাবেন।

Post a Comment

0 Comments