* * নামের মহিমা * * দিলীপ কুমার পাত্র (বৃক্ষপ্রেমী)
নরেন্দ্রপুরে নরেন কে খুঁজতে কারা থাকে কেষ্টপুরে নেই কেষ্ট তবু্ও কেন ডাকে! নবাবগঞ্জে নেই কো নবাব আলিপুরে আলি মালিপাড়া এখন আর থাকে কি আর মালি! শিবপুরে থাকেন না শিব কামারপুকুরে কামার দুর্গাপুরে খুঁজতে দুর্গা ঘোরে মাথা আমার। সুভাষগ্রামে থাকেন না সুভাষ রামপুরহাটে রাম বিষ্ণুপুরে নেই বিষ্ণু টেরাকোটার দাম। সাহেববাঁধে যান না সাহেব রানীবাঁধে রানী রাজারহাটের রাজা না কি ভীষণ ছিলেন দানী! শ্যামবাজারের শ্যাম কে কেউ হন্নে হয়ে খুঁজে রাধানগরের রাধা না কি বাসতো ভালো বুঝে! সুলতাননগরের সুলতান না কি করতেন ভীষণ লড়াই চন্দননগরে নেই চন্দন তবু্ও করে বড়াই!
4 Comments
বেশ
ReplyDeleteGood
ReplyDeleteBeautiful
ReplyDeleteNice
ReplyDelete