গতকালের মৃত্যুর পরেও হুশ ফিরছে না মানুষের, রেলপথ দিয়েই যাতায়াত শুরু, রেলে বিরুদ্ধেই অভিযোগ এলাকাবাসীদের থেকে মৃতের পরিবার
গতকাল হলদিয়া থেকে ফেরার পথে হলদিয়া লোকাল রঘুনাথবাড়ি রেলটেশনের কাছে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় তিন ফল ব্যবসায়ী। মূলত রঘুনাথবাড়ি রেলটেশনে যাতায়াতের রাস্তা হাঁটু সমান জল। ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় রেল পথ ধরে। দুর্ঘটনার পরেও রেল পথ দিয়েই যাতায়াত করছেন নিত্যযাত্রীরা। তাদের অভিযোগ যে দিনে অনেকেই জল পেরিয়ে যায় কিন্তু রাতের বেলা সাপের ভয়ে রেলপথ দিয়েই যাতায়াত করতে হয়। আর এরিল ফলে গতকাল দুর্ঘটনা ঘটেছে। জল নিকাশির অভাবেই জলমগ্ন রেলস্টেশন চত্বর। মৃতের পরিবারের দাবি রেলের অকর্ম তার জন্যই মৃত্যু আমার বাবার আমরা গরীব দুস্থ পরিবার আমাদের মাথার উপর আমাদের সংসার চলবে কিভাবে। শাসকদল তৃণমূলকেই দোষারোপ করছে
0 Comments