** মজার স্থান ** দিলীপ কুমার পাত্র (বৃক্ষপ্রেমী)
** মজার স্থান ** দিলীপ কুমার পাত্র (বৃক্ষপ্রেমী)
বেলতলা তে নেইকো বেল
বাগমারিতে বাঘ
সন্দেশখালিতে খেতে সন্দেশ
দেখিও না রাগ।
তালতলা তে নেইকো তাল
জোড়াসাঁকোতে সাঁকো
বীরসিংহে বনের রাজা
খুঁজতে কেন থাকো!
হরিণঘাটায় নেইকো হরিণ
গরুমারায় গরু
শিয়ালদহে খুঁজতে শিয়াল
কেন কর শুরু?
বাঁশদ্রোণীতে নেইকো বাঁশ
জলপাইগুড়িতে জলপাই
বালিগঞ্জে বালির পাহাড়
পাবে কি আর ভাই!
রায়দীঘিতে নেইকো দীঘি
চোর বাগানে চোর
রানীগঞ্জে খুঁজতে রানী
রাত পেরিয়ে ভোর।
কত জায়গার দেখি মোরা
কত রকম নাম
খুঁজতে গিয়ে ঝরবে না কি
মাথার যত ঘাম!
2 Comments
ধন্যবাদ
ReplyDeleteNice
ReplyDelete