কালী পূজার সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রজাবাড় মধ্যমপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।

 কালী পূজার সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রজাবাড় মধ্যমপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।

ময়না ব্লকের অন্তর্গত শ্রীকন্ঠা গ্রাম পঞ্চায়েতের প্রজাবাড় মধ্যমপাড়ায় অবস্থিত প্রজাবাড় ইয়ংস্টার ক্লাবের পরিচালনায় কালীপূজা এবছর দশম তম বর্ষে পদার্পণ করেছে। পূজা উপলক্ষে ক্লাবের উদ্যোগে প্রত্যেক বছরের  ন্যায় এ বছরও চার দিনব্যাপী বিভিন্ন ধরনের সাংস্কৃতিক  অনুষ্ঠান সহ নিত্যানুষ্ঠানের   ব্যবস্থা করা হয়েছে।  ক্লাব সংলগ্ন  প্রাথমিক বিদ্যালয় হল প্রজাবাড় মধ্যমপাড়া প্রাথমিক বিদ্যালয়। ইয়ংস্টার ক্লাবের চার দিনের অনুষ্ঠানের মধ্যে একদিনের অনুষ্ঠানের তত্ত্বাবধানে থাকে এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকগণ। স্কুলের ছাত্র-ছাত্রীদের দ্বারা পরিবেশিত নাচ-গান নাটক আবৃত্তি এলাকার মানুষদের মন জয় করে। ক্লাব সদস্য,এলাকার শুভানুধ্যায়ী,অভিভাবকগণ এবং স্কুলের শিক্ষক শিক্ষিকাদের অক্লান্তিক প্রচেষ্টায় ছাত্র-ছাত্রীরা তাদের কৃতিত্ব জনসমক্ষে তুলে ধরতে পারায় খুশি স্কুলের প্রধান শিক্ষক গোবিন্দ প্রসাদ জানা। স্কুলের প্রধান শিক্ষক জানান  আমাদের স্কুলের সেভাবে আর্থিক অবস্থা নেই। ক্লাব সদস্য এবং এলাকাবাসীর সহযোগিতায় ছাত্রছাত্রীরা এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারায় সবাইকে ধন্যবাদ জানায়। প্রধান শিক্ষক গোবিন্দ প্রসাদ জানা আরও বলেন,২০০৬ সালে এই স্কুল প্রতিষ্ঠা হয়। তিনি নিজে প্রতিষ্ঠা লগ্নে সহকারী শিক্ষক থাকলেও পরে প্রধান শিক্ষক হিসেবে নিযুক্ত হয়। ১০০ এর অধিক ছাত্র-ছাত্রী এই বিদ্যালয়ে পড়াশোনা করে। অত্যন্ত গ্রামের মধ্যে পাইভেট বিদ্যালয় থাকলেও এই সরকারি বিদ্যালয়ে পড়ানোর প্রচেষ্টা রয়েছে এলাকাবাসীর মধ্যে। সেই সঙ্গে প্রধান শিক্ষক দুঃখ প্রকাশ করে জানান আমাদের বিদ্যালয়ে পঞ্চম শ্রেণি পর্যন্ত ক্লাস হয়। তবে বিদ্যালয় তিনটি মাত্র ক্লাস রুম। যার ফলে একদিকে অফিস ঘর, অন্যদিকে গোডাউন ঘর,এমনকি কোন রুম দ্বিধা বিভক্ত করে ক্লাস চালাতে হয়। বারবার সরকারি লেভেলে জানিও আশ্বাস পেলেও উপযুক্ত পরিকাঠামো এখনো তৈরি হয়নি। প্রত্যেক বছরের ন্যায় এ বছরও ছাত্র-ছাত্রীদের দ্বারা গতকাল এই সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।



Post a Comment

0 Comments